Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে শ্রমিকলীগের একতরফা কমিটি, সড়ক অবরোধের ঘোষণা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৯:৫৫

বরিশালে শ্রমিকলীগের একতরফা কমিটি, সড়ক অবরোধের ঘোষণা

বরিশাল জেলার মানচিত্র

সাবেক সভাপতিকে বাদ দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে একতরফাভাবে বরিশাল মহানগর শ্রমিকলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কমিটি বাতিলের দাবিতে শুক্রবার সকাল ১০টা থেকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এবং রূপাতলী বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করবেন তারা।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন শ্রমিকলীগের সদ্য সাবেক সভাপতি আফতাব হোসেন।

আফতাব হোসেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি। তিনি বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেন, জাতীয় শ্রমিকলীগ বরিশাল মহানগর কমিটি ফেসবুকে দেখে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই জন্য যে, জাতীয় শ্রমিকলীগ বরিশাল মহানগরের কমিটি করায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা রইজ আহমেদ মান্নাকে সাধারণ সম্পাদক পদে প্রয়োজন ছিল না।

শ্রমিকলীগ পরিচালনা করার মত মহানগরে আমাদের কমিটির মধ্যে অনেক যোগ্য ব্যক্তি ছিলেন। আমাদের অগোচরে নেতৃবৃন্দদেরকে ভুল বুঝিয়ে ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করণে এই কমিটি করা হয়েছে। যার মধ্যে অনেক ছাত্রলীগ কর্মী আছেন।

তাই অনতিবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। অন্যথায় ব্যাপক আন্দোলন করা হবে। শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল সড়ক অবরোধ কর্মসূচি করা হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে বরিশাল মহানগর শ্রমিকলীগের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ২৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটিতে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্নাকে সাধারণ সম্পাদক করা হয়।

গত ১৮ জুলাই জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান এবং সাধারণ সম্পাদক কেএম আযম খসরু এই কমিটি অনুমোদন করেন।

কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সুপারিশের প্রেক্ষিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১৬ সালে আফতাব হোসেনকে সভাপতি ও পরিমল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় মহানগর শ্রমিকলীগের কমিটি। ওই কমিটির দুই-চারজন বাদে অন্যরা দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে পড়েন। এমনকি রাজনৈতিক দ্বন্দ্বে নিষ্ক্রিয় হয়ে যান সংগঠনের সভাপতি আফতাব হোসেন।

সম্প্রতি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ফের সক্রিয় হন তিনি। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী হিসেবে পরিচিত তিনি। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর পরই নাটকীয়ভাবে দীর্ঘদিন নিয়ন্ত্রণের বাইরে থাকা নগরীর নথুল্লাবাদস্থ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি বনে যান তিনি।

অপরদিকে নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী। এদের মধ্যে সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না মহানগর ছাত্রলীগের আহবায়ক ছিলেন। বরিশাল সিটি নির্বাচনের পূর্বে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হন মান্নাসহ তার ১০ জন অনুসারী। এই ঘটনার পরদিনই বিলুপ্ত করা হয় মহানগর ছাত্রলীগের কমিটি। তবে ছাত্রলীগের সাইনবোর্ড থাকাবস্থাতেই নথুল্লাবাদে বাস মালিক সমিতির সদস্য হন মান্না।

উল্লেখ্য, নবগঠিত কমিটিতে আবদুল মালেক হাওলাদার, আইয়ুব আলী, দুলাল ফরাজি, জালাল জমাদ্দার, কাজী জলিল ও হুমায়ুন কবির মাহিনকে সহ সভাপতি, মেহেদী হাসান, জাহাঙ্গীর হাওলাদার ও শহিদুল ইসলাম সাইদকে যুগ্ম সাধারণ সম্পাদক, নাসির উদ্দিন, শেখ রিপন, বেল্লাল হোসেন শিশির, মাসুদ হাওলাদার, সিহাবুল হক সিহাব ও ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক, সোহাগ হোসাইন মিঠুকে দপ্তর সম্পাদক, ইয়াসিন আরাফাত নাবিলকে সহ-দপ্তর সম্পাদক, মবিনুল ইসলাম রনিকে প্রচার সম্পাদক এবং আবদুস সালাম, ইউনুচ হাওলাদার, জাকির হোসেন, মোফাজ্জেল হোসেন, আফজাল হোসেন মজুমদার, লতিফ সিকদার লেদু, সুমন সাহা ও রাকিবুল ইসলাম তমালকে কার্যকরী সদস্য করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫