
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ছবি: ভোলা প্রতিনিধি
ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবক মারা গেছেন। আজ শুক্রবার (২১ জুলাই) সকালে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। তার বাড়ি লালমোহন উপজেলার করিমগঞ্জ গ্রামে।
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাইয়েবুর রহমান জানান, লালমোহনের মহিউদ্দিন আহমেদের ছেলে ২২ বছরের যুবক আব্দুর রাজ্জাককে আজ সকালে ভোলার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।