Logo
×

Follow Us

জেলার খবর

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১০:৪৯

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার তালবাড়ীয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাবিল হোসেন (৩৮) ও ট্রাকে থাকা ইব্রাহিম হোসেন নামে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন বাসের কয়েকজন যাত্রী।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাবিল মাগুরা সদর উপজেলার দোয়ালী এলাকার ওবায়দুর রহমানের ছেলে। ট্রাকে থাকা ইব্রাহিমের পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের একজন জানান, সকালে কুষ্টিয়া থেকে একটি বাস ঈশ্বরদী যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ট্রাকে থাকা আরো একজনের মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫