Logo
×

Follow Us

জেলার খবর

‘বিদেশি কোন চাপে বাংলাদেশ মাথা নত করবে না’

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১৯:০০

‘বিদেশি কোন চাপে বাংলাদেশ মাথা নত করবে না’

বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি: প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবেন। শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের  প্রধানমন্ত্রী থাকবেন। পাগল, উন্মাদদের বিষয়ে বিদেশি কূটনৈতিকদের বিবৃতি ও অতিউৎসাহ জেনেভা কনভেনশন বিরোধী, বিদেশি কোন চাপে বাংলাদেশ মাথা নত করবে না।

আজ শনিবার (২২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো: গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দলটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। 

মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার ভূইয়া মাসুম, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম পাটোয়ারী, অ্যাডভোকেট মাহমুদুর রহমান মান্না, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫