Logo
×

Follow Us

জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইইউ প্রতিনিধিদল

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১৩:০২

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইইউ প্রতিনিধিদল

দলটির নেতৃত্ব দিচ্ছেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ সদস্যের প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার এসে পৌঁছায় প্রতিনিধিদল।

প্রতিনিধিদলটি বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। সেখান থেকে ১৮ নম্বর ক্যাম্পে যান তারা। সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ ছাড়াও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তারা। 

দলটির নেতৃত্ব দিচ্ছেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। প্রতিনিধি দলে আরও রয়েছেন- ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভেলেক, ঢাকায় ইইউর দূত চার্লস হোয়াইটলি ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, ইইউ বাংলাদেশের হেড আনা অরল্যান্ডিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫