Logo
×

Follow Us

জেলার খবর

লক্ষ্মীপুরে এক কারাবন্দির মৃত্যু

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১৬:৪৫

লক্ষ্মীপুরে এক কারাবন্দির মৃত্যু

লক্ষ্মীপুর জেলা কারাগার। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা কারাগারে রুহুল আমিন (৫৫) নামে এক কারাবন্দি মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই) দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুহুল আমিন কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের শেখ আহম্মদের ছেলে।

লক্ষ্মীপুর জেলা কারা কর্তৃপক্ষ জানায়, প্রতারণার একটি মামলায় গত বুধবার (২৬ জুলাই) আদালত রুহুল আমিনকে কারাগারে পাঠান। শনিবার ভোররাতে হঠাৎ বুকে ব্যথা উঠলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, বুকে ব্যথায় আক্রান্ত এক হাজতিকে হাসপাতালে আনা হয়। এটি হার্ট অ্যাটাক ছিলো। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই হাজতি মারা গেছেন বলে জানান তিনি।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, অসুস্থ অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেল সুপার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫