
চোরাই মালামালসহ গ্রেপ্তারকৃতরা। ছবি: নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় চোরাই মালামাল উদ্ধারসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাতে থানার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্ব পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই মাল ৬টি বাইসাইকেল, ২টি মোটর, ২টি টিউবওয়েল, ১টি ২৪ ইঞ্চি ওয়ালটন এলইডি এবং ২ বস্তা সাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত মানিক মিয়ার ছেলে শাহিনুর রহমান ওরফে কালা (৩৫), ইজারউদ্দিনের ছেলে সাজু মিয়া (৩৪)। তাদের উভয়ের বাড়ি আমরুলবাড়িতে। বগুলাগাড়ি বাবুল্লা পাড়ার আব্দুল হকের ছেলে রবিউল ইসলাম (৪০)। কদমতলী জোড়াপুল এলাকার সালাউদ্দিনের ছেলে আব্দুল করিম (২৮)। বটতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে আল-আমীন (২৫)। মৃত তেফেল উদ্দিনের ছেলে জাহেনূর ইসলাম।
থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা বিশেষ অভিযান পরিচালনা করবে।