Logo
×

Follow Us

জেলার খবর

আমিনবাজারে ককটেল বিস্ফোরণ: মামলায় আসামি বিএনপির ৪৫ নেতাকর্মী

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১৫:৩২

আমিনবাজারে ককটেল বিস্ফোরণ: মামলায় আসামি বিএনপির ৪৫ নেতাকর্মী

সাভার মডেল থানা। ছবি: সাভার প্রতিনিধি

সাভারের আমিনবাজারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থলের পাশে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় বিএনপির ৪০-৪৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার (৩০ জুলাই) সকালে সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গতকাল শনিবার (২৯ জুলাই) আমিনবাজারে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এঘটনায় বিএনপির ৪০-৪৫ নেতাকর্মীর নামে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হারুন অর রশিদ বাদী হয়ে মামলা করেছে। মামলায় বিএনপি নেতা ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় বিএনপির সাবেক সাংসদ ডা. সালাউদ্দিন বাবু ও বিএনপি নেতা খোরশেদ আলমের নাম রয়েছে। তবে এঘটনায় এখনও কেউ গ্রেপ্তার করা হয়নি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫