Logo
×

Follow Us

জেলার খবর

নড়াইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১৬:৩৮

নড়াইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে বিএনপির জনসমাবেশ। ছবি: নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে পৌর ভবন সংলগ্ন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। গত শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশের পাশাপাশি আওয়ামী নেতাকর্মীদের হামলা নির্যাতনের প্রতিবাদে নড়াইল জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক নজরুল জমাদ্দার, যুগ্ম-আহবায়ক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রহিম ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানি, মিজানুর রহমান, আকিদুল ইসলামসহ জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫