Logo
×

Follow Us

জেলার খবর

৫৪ হাজার ডলারসহ কুষ্টিয়ায় যুবক আটক

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ২৩:৪১

৫৪ হাজার ডলারসহ কুষ্টিয়ায় যুবক আটক

আটক সুজন মাহমুদ। ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৫৪ হাজার ১০০ ইউএস ডলারসহ সুজন মাহমুদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে।

আজ বুধবার (২ আগস্ট) বিকেলে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক জানান, বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ মিরপুর উপজলার কুষ্টিয়া-মেহেরপুর হাইওয়েতে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি গাড়িতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকার ধামরাই উপজেলার বড়যটাইল এলাকার সুজন মাহমুদ নামে এক যুবকের কাছ থেকে ১০০ ইউএস ডলারের ৫৪১টি নোট (মোট ৫৪ হাজার ১০০ ইউএস ডলার) উদ্ধার করা হয়। এছাড়াও আটক আসামির কাছ থেকে বাংলাদেশি ৫ হাজার ৫৫০ টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। এবিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫