Logo
×

Follow Us

জেলার খবর

নীলফামারীতে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১১:০২

নীলফামারীতে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

ছয় পা বিশিষ্ট এক বাছুর। ছবি: নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ৬ পা বিশিষ্ট এক বাছুরের জন্ম হয়েছে। এমন বিরল ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

গত মঙ্গলবার (১ আগস্ট) উপজেলা বামুনিয়া ইউনিয়নের কাছারি নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। বাছুরটি দেখতে উৎসুক জনতা প্রতিদিনেই গরু মালিকের বাড়িতে ভিড় জমাচ্ছে।

জানা যায়, ঐ এলাকার কাঠমিস্ত্রি মনছুর আলী তার বাড়িতে এক বছর ধরে একটি গাভী লালন পালন করেন। মঙ্গলবার তার বাড়িতে সেই গাভীটি ৬ পা বিশিষ্ট একটি বাছুর জন্ম দেয়। যেখানে গরুর স্বাভাবিক চারটি পা থাকার কথা থাকলেও এই বাছুরটির অস্বাভাবিক ভাবে ঘাড়ে আরও দুটি পা ঝুলে থাকতে দেখা যায়। 

উপজেলা প্রাণীসম্পদ (উপ-সহকারী) কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এটি একটি জন্মগত রোগ। বাছুরটি এখন সম্পূর্ণ সুস্থ আছে। অতিরিক্ত পা দুটি বাছুরের কোন কাজে আসছে না। তবে এখন কোনো আশঙ্কা নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫