Logo
×

Follow Us

জেলার খবর

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১৫:৪৮

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে পচা গরুর মাংস বিক্রির দায়ে মন্টু কসাই নামের এক মাংস ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার মহিষখোচা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মন্টু কসাই মহিষখোচা ইউনিয়নের আনিছার কসাই এর ছেলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষখোচা গরুর মাংসের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সজিববাজার এলাকায় নজরুল ইসলাম নামের একজনের প্রায় নব্বই হাজার টাকার একটি গরু ফুড পয়জানিং হয়ে গুরুতর অসুস্থ হয়। চিকিৎসা দেওয়া হলেও অবস্থা গুরুতর হলে ওই মাংস ব্যবসায়ী ২০ হাজার টাকা দিয়ে গরুটি কিনে এনে জবাই করে বিক্রি শুরু করে। আজ দুপুরের দিকে ভোক্তা অধিকারের একটি দল অভিযান চালিয়ে ফ্রিজিং অবস্থায় প্রায় ৪০ কেজিরও বেশি মাংস জব্দ করে মাটিতে পুতে রাখেন। পরে ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ফ্রিজ থেকে মাংস জব্দ করি। পরে তা মাটিতে পুতে রাখা হয়। পরে ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫