Logo
×

Follow Us

জেলার খবর

ভারমুক্ত হলেন চট্টগ্রাম আওয়ামী লীগের মাহতাব-মোতাহেরুল

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১৩:২৪

ভারমুক্ত হলেন চট্টগ্রাম আওয়ামী লীগের মাহতাব-মোতাহেরুল

মাহতাব উদ্দিন চৌধুরী ও মোতাহেরুল ইসলাম চৌধুরী। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পূর্ণ দায়িত্ব পেয়েছেন মাহতাব উদ্দিন চৌধুরী। গতকাল রবিবার ( ৬ আগস্ট) আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। শুধু মাহতাব উদ্দিন চৌধুরী নন, বিশেষ এই বর্ধিত সভা থেকে সারাদেশে ভারপ্রাপ্ত সব সভাপতি-সম্পাদককে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

বিষয়টি সাম্প্রতিক দেশকালকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ ও চট্টগ্রাম দক্ষিণজেলা সাবেক শ্রম সম্পাদক খোরশেদ আলম।

তারা জানান, বিশেষ সভার রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্যে রাখছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস। বক্তব্যের শেষ পর্যায়ে দলীয় সভাপতিকে উদ্দেশ্য করে কানাই লাল বলেন, ‘হাকিম সাহেবের (এম এ হাকিম হাওলাদার) মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি। দয়া করে ভারমুক্ত করে দেন। এটা আমি আপনার প্রতি দাবি করছি। আপনার কাছে আজ এ দাবিটুকু করলাম।’

জবাবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাকে ভারমুক্ত করে দিলাম। পরে সবার সম্মতিক্রমে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সকলকে ভারমুক্ত করে দেওয়ার কথাও জানান তিনি।

২০১৭ সালের ২৫ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ শেষে মাহতাব উদ্দীন চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে তাকে এ দায়িত্ব দেন তিনি। মাহতাব উদ্দিন চৌধুরী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত জহুর আহমদ চৌধুরীর মেজ ছেলে।

ভারমুক্ত হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। তাঁকে প্রয়াত মোসলেম উদ্দীন আহমদের স্থলাভিষিক্ত করেছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এর আগে ২০২২ সালের শেষ দিকে সম্মেলনের মাধ্যমে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, সভাপতি ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। মোসলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গত ২২ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব কাঁধে পড়ে তৎকালীন সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর।

এরও আগে ২০০৫ সালের ২৩ জুলাই সম্মেলনের মাধ্যমে দক্ষিণ জেলা আওয়ামী লীগের দায়িত্ব নেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু ও প্রয়াত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫