Logo
×

Follow Us

জেলার খবর

চসিকের খোলা নালায় পড়ে প্রাণ গেল কলেজছাত্রীর

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১৮:২০

চসিকের খোলা নালায় পড়ে প্রাণ গেল কলেজছাত্রীর

নালায় পড়ে মারা যাওয়া শিক্ষার্থী নিপা পালিত। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে নিপা পালিত নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের পাহাড়তলীর ইসলামিয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিপা পালিত ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম সাম্প্রতিক দেশকালকে বলেন, সকালে পরীক্ষা দিতে কলেজে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। যাওয়ার পথে মাথা ঘুরে পানিতে ডুবে থাকা নালায় পড়ে আর উপরে উঠতে পারেনি। দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলেও জানান চসিক কাউন্সিলর শফিউল আজিম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫