Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে পানিবন্দি দুর্গত মানুষের পাশে নৌবাহিনী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৮:২২

কক্সবাজারে পানিবন্দি দুর্গত মানুষের পাশে নৌবাহিনী

পানিবন্দি দুর্গত মানুষদের খাবার প্রদান করছে নৌবাহিনী। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের নিম্নাঞ্চলে পানিবন্দি দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে নৌবাহিনী। এজন্য মোতায়েন করা হয়েছে তিনটি বোটসহ নৌ-কন্টিনজেন্ট। পাশাপাশি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খাদ্য সহায়তা হিসেবে পানিবন্দি প্রতিটি পরিবারকে সাতদিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, চিনি, মোমবাতি, বিস্কুট, স্যালাইন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী সকল ধরনের সহায়তা প্রদানের জন্য পেকুয়াস্থ নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ প্রস্তুত রয়েছে। 

তাছাড়া পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫