Logo
×

Follow Us

জেলার খবর

চট্টগ্রামে ইপিজেডে ঝুটের গোডাউনে আগুন

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ২২:০৪

চট্টগ্রামে ইপিজেডে ঝুটের গোডাউনে আগুন

প্রতীকী ছবি।

চট্টগ্রামে ইপিজেড এলাকার একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের পাশের একটি ৫ তলা ভবনের ছাদে এঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কণা চক্রবর্তী বলেন, ইপিজেডের ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের পাশের একটি ৫ তলা ভবনের ছাদে থাকা ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট কাজ করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫