Logo
×

Follow Us

জেলার খবর

পিরোজপুরে মাদকসহ গ্রেপ্তার ২

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১৯:৪৩

পিরোজপুরে মাদকসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী। ছবি: পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১১টায় পৌর এলাকার নামাযপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার উত্তর নামাজপুর এলাকার মো. শাহ আলম মোল্লার পুত্র মো. মোস্তাফিজুর রহমান হাসিব ও একই এলাকার মো. তৌহিদ শেখ এর পুত্র মো. তাইজুল ইসলাম শেখ।

বিষয়টি জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মো. তাজমিলুর রহমান নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর নামাজপুর এলাকার ময়দার মিলের সামনে দুই মাদকব্যবসায়ী অবস্থান করছে। পরে এসআই মো. নুরুল আমিন হাওলাদারের ফোর্স নিয়ে আসামিদেরকে আটক করি। এ ঘটনায় এসআই মো. নুরুল আমিন হাওলাদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, আমাদের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান স্যারের নির্দেশে আগামী দিনেও আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫