কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে আটক ৮

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১৩:৩৫

পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে আটক ৮। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির দায়ে ৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লকের মুন্সি কটেজ নামে একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিন্টু মন্ডল, আবু তালেব মিয়ার ছেলে সোহানুর রহমান, আইয়ুব আলীর ছেলে অন্তর আলী, শহরের হাউজিং সি-ব্লক এলাকার আব্দুস সালামের ছেলে আকাশ রাকিবুল, বগুড়া জেলার শেরপুর থানার হাপুনিয়া গ্রামের গোলাম রসুলের ছেলে আব্দুল মজিদ, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লিখন, কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের তিতুমীরের ছেলে ফাহিদ হোসেন এবং মৃত মনোয়ার হোসেনের ছেলে ফয়েজ মাহমুদ তুষার।
পুলিশ জানায়, সদর উপজেলার হাউজিং ডি-ব্লক এলাকার মুন্সী কটেজের ৪র্থ তলায় আসামিরা ইন্টারনেট ব্যবহার করে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি তৈরি করে তা টাকার বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইটে সরবরাহ করত। শুক্রবার রাতে কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে এসআই জিন্নাহ্ আহাম্মেদসহ পুলিশের একটি দল হাউজিং ডি-ব্লক এলাকার একটি ৪ তলা বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পর্নোগ্রাফির ভিডিও সম্বলিত বিভিন্ন আলামতসহ আট যুবককে আটক করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি তৈরি করে অর্থের বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইটে নিয়মিত সরবরাহ করে আসছিলো। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লকের মুন্সি কটেজ নামে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের আজ শনিবার (১২ আগস্ট) আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।