Logo
×

Follow Us

জেলার খবর

রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন জিএম কাদের

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১৫:৫৯

রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন জিএম কাদের

রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে তিন কিলোমিটার কাচা রাস্তা পাকাকরণ কাজ গতকাল শনিবার (১২ আগস্ট) বিকালে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান  জিএম কাদের এমপি।

এসময় তিনি বলেন, খুব শীঘ্রই এ অঞ্চলের মানুষদের দাবি বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হবে। এজন্য ছোট-বড় কাচা রাস্তাগুলো পাকাকরণ কাজ করা হচ্ছে।

এসময় তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট চান।

 এদিকে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন। এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির  আহ্বায়ক আলমগীর চৌধুরী, ইউপি সদস্য মুজিবর রহমান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ভুট্টু, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, ঠিকাদার মিজানুর রহমান প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫