Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১৭:১৪

ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত দুই মাদককারবারি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে ঝিনাইদহ পৌরসভাধীন আরাপপুর জামতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

আজ সোমবার (১৪ আগস্ট) ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২, ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঝিনাইদহ সদর উপজেলার সাজ্জাদ হোসেন টিপু (৩০) ও শৈলকুপা উপজেলার বাপ্পি মুন্সি (২৫)।

জানা গেছে, রবিবার গভীর রাতে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে ঝিনাইদহ জেলার সদর থানার আরাপপুর জামতলা সড়কে মাদকের কেনাবেচা চলছে। এরপর ঐ এলাকায় র‌্যাব-৬ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহ হলে টিপু ও বাপ্পিকে গ্রেপ্তার করা হলে আসামিদের কাছ থেকে ১৪৮০ পিচ  ইয়াবা, ৩টি মোবাইল এবং ৬টি সিমকার্ড উদ্ধার করে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫