Logo
×

Follow Us

জেলার খবর

পাবনায় শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১৭:৫৫

পাবনায় শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

গাছের চারা বিতরণ করেছেন রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনি। ছবি: পাবনা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়নে পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন রাষ্ট্রপতি পুত্র, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি।

এছাড়াও তার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। 

আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন আরশাদ আদনান রনি।

এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের নামের সাথে পরিচয় করিয়ে দেন। পরে বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা আ.লীগের সদস্য মোস্তাক আহম্মেদ আজাদ, সদর থানা আওয়ামী লীগের কার্যকারী সদস্য জাহিদুর রহমান মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইমরুল হাসান (রন্টি) জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজ খান, যুগ্ম সম্পাদক বাবু শেখ, রাষ্ট্রপতি পরিবারের সদস্য ইমরান খান রানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম গাফফারী রাসেল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য হোসেন জয়, স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেএম ইমতিয়াজ মামুন প্রমুখ।

এরপর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পিতা শারফুদ্দিন আনসারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা মানব কল্যাণ ট্রাস্টে দোয়া মাহফিলে অংশ নেন আরশাদ আদনান রনি। পরে তিনি সেখানে খাবার বিতরণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫