Logo
×

Follow Us

জেলার খবর

মেহেরপুরে পুলিশের ভুয়া এআইজিপি গ্রেপ্তার

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১৮:১৬

মেহেরপুরে পুলিশের ভুয়া এআইজিপি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান জয়। ছবি: মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে পুলিশের এআইজিপি পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ।

আজ সোমবার (১৪ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান জয় (২৪) মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মাহবুবুর রহমান ডাবলুর ছেলে।

প্রতারণা কাজে ব্যবহৃত জয়ের মোবাইল ফোনটি জব্দ করেছে পুলিশ। তার মোবাইলের গ্যালারিতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক ও র‌্যাবের ব্যাচ পড়া আসামির বিভিন্ন ছবি পাওয়া গেছে। তাছাড়া তার ফেসবুক আইডিতে পুলিশের এআইজিপির পোশাক ও ব্যাচ পরা ছবি প্রোফাইলে ব্যবহার করা হয়েছে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তার নেতৃত্বে মুজিবনগর থানার এসআই উওম কুমারসহ পুলিশ সদস্যরা মুজিবনগর উপজেলার মোনাখালী বাজারের পাশে ঈদগা মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত জয় পুলিশের এআইজিপি পরিচয় দিয়ে মোবাইলে প্রতারণা করে বেড়াতেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক ও ব্যাচ পরা বিভিন্ন ছবি আটককৃতর মোবাইল গ্যালারী এবং ফেসবুক আইডি থেকে জব্দ করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মুজিবনগর থানার এসআই উওম কুমার জানান, তিনি বাদী হয়ে আসামি জয়ের বিরুদ্ধে মুজিবনগর থানায় মামলা করেছেন। জয়কে গ্রেপ্তারের পর সোমবার আদালত সোপর্দ করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫