Logo
×

Follow Us

জেলার খবর

আশুলিয়ায় র‍্যাবের জালে মাদককারবারি

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ২০:০২

আশুলিয়ায় র‍্যাবের জালে মাদককারবারি

গ্রেপ্তার আরিফ মিয়া। ছবি: প্রতিনিধি

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৪০ পিস ইয়াবাসহ মো. আরিফ মিয়া নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

আজ সোমবার (১৪ আগস্ট) বিকেলে আশুলিয়ার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান সাম্প্রতিক দেশকালকে এতথ্য নিশ্চিত করেন। 

র‍্যাব-৪ জানায়, গোপন সংবাদেরভিত্তিতে রবিবার (১৩ আগস্ট) রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৪০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার মো. আরিফ মিয়া (৩১) ঢাকা জেলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব-৪।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫