Logo
×

Follow Us

জেলার খবর

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১৩:০৮

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। ছবি: রংপুর প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়কে দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৬টায় তিস্তা  ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ মিটার ৩৫ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৬সেন্টিমিটার। যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন এর নিচু এলাকাসহ শংকরদহ,পশ্চিম ইচলী ছাড়াও বাগেরহাটের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে মানবাতর জীবন যাপন করছেন। এছাড়া, ফসলের ক্ষেত পানিতে ডুবে যাওয়া দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। হঠাৎ পানি বাড়ার ফলে গবাদি পশুর খাবার নিয়ে বিপাকে পড়েছেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫