Logo
×

Follow Us

জেলার খবর

জামালপুরে জামায়াত-বিএনপির পাঁচ নেতাকর্মী আটক

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১৬:৩২

জামালপুরে জামায়াত-বিএনপির পাঁচ নেতাকর্মী আটক

আটক জামায়াত-বিএনপির পাঁচ নেতাকর্মী। ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাজ্জাদ হোসেনসহ জামায়াত-বিএনপির পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসেন, জামায়াত নেতা মোতালেব হোসেন, আলমগীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুবদল নেতা সানী মিয়া।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদেরভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫