শোক দিবস উপলক্ষে ডা. আশীষের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বস্ত্র বিতরণ

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১৭:২৫

মেডিকেল ক্যাম্প আয়োজনের পাশাপাশি অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন ডা. আশীষ কুমার চক্রবর্তী। ছবি: বিজ্ঞপ্তি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও সরাইল সদরের কৃতি সন্তান ডা. আশীষ কুমার চক্রবর্তী জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। পাশাপাশি এদিন অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।
বস্ত্র বিতরণের সময় তার বক্তব্যে ডা. আশীষ ১৫ আগস্টের কালরাত্রিতে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে দেশ গঠনে আত্মনিয়োগ করতে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন- তিতাস বার্তার নির্বাহী সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য, সুদীপ দত্ত তনুসহ স্থানীয় ব্যক্তিবর্গ। তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডা. আশীষ কুমার চক্রবর্তীকে ভবিষ্যতে নেতৃত্বে আসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত করেন এবং সমাজসেবামূলক কাজে তার পাশে থাকার অঙ্গীকার করেন।
এছাড়াও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আদনান, সার্জারি বিশেষজ্ঞ ডা. সিফাত তানজিলা, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী ও রোগ বিশেষজ্ঞ ডা. মারুফা।
পাশাপাশি প্রায় ৩০০ মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ডা: আশীষ। ক্যাম্পটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ, সরাইলের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী ও প্রধান সমন্বয়ক ছিলেন পার্থ সারথী চক্রবর্ত্তী।