পেকুয়ায় সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, ওসিসহ আহত ২০

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ২০:২৮

পেকুয়া থানা। ছবি: প্রতিনিধি
জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের পেকুয়ায় পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পেকুয়া থানার ওসিসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে বারবাকিয়া বাজারে গায়েবানা জানাজা শেষে স্লোগান দিয়ে পুলিশের উপর অতর্কিতে হামলা চালায় জামায়াতের নেতাকর্মীরা।
এসময় পেকুয়া থানার ওসি ওমর হায়দার, ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর, এসআই মফিজুল ইসলাম, এসআই হেশাম উদ্দিন, এস আই অমর বিশ্বাস, এস আই শাহীন, এএসআই অর্পন সেন, রইছ উদ্দিনসহ অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানিয়েছেন, পেকুয়ার বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজা শেষে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ওপর বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। হামলায় তিনিসহ থানার ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।