উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১৯:২৬

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকিসহ গ্রেপ্তার করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনর রশীদ জানান, গ্রেপ্তার আরসা সদস্যের নাম নুর হাকিম (২৮)। তিনি বালুখালী এ/৪০ ব্লকের তজমিরের ছেলে এবং আরসার সক্রিয় সদস্য।
অধিনায়ক বলেন, ‘বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের নতুন রাস্তার মাথা এলাকা থেকে নুর হাকিমকে এসব অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।