Logo
×

Follow Us

জেলার খবর

ভারত থেকে চোরাই পথে আসা ৯ গরু আটক

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ২০:৩৯

ভারত থেকে চোরাই পথে আসা ৯ গরু আটক

ভারত থেকে আসা চোরাই গরু। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে চোরাই পথে আসা ভারতীয় ৯ গরু আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৯ আগস্ট) দেবীগঞ্জ থানা পুলিশের অভিযানে গরুগুলো আটক করা হয়। এই সময় যে ট্রাকে গরুগুলো পরিবহন করা হচ্ছিল সেটিও জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮ টায় ডোমার থেকে আসা ভারতীয় গরু বোঝাই একটি ট্রাক দেবীগঞ্জ চতুর্থ চীন মৈত্রী সেতু অতিক্রম করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ। পরে দেবীগঞ্জ থানা পুলিশের এসআই কামাল উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরু বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। এসময় ট্রাকের চালক ও সাথে থাকা রাখালকেও আটক করা হয়।

জানা গেছে, গরুগুলো সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। আজ সকালে সেগুলো বিক্রির উদ্দেশ্যে দিনাজপুর জেলার কাহারোলে নিয়ে যাওয়া হচ্ছিল। গরুগুলো আটকের পর সাথে থাকা রাখাল আদম ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি গরুগুলোর মালিক আমির ইসলামকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে গরুগুলো ক্রয়ের রশিদ দেখান তারা। তবে সেগুলোতে অসংলগ্নতা পায় পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানায় সূত্রটি।

এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ডোমার উপজেলার গোমনাতি এলাকার জমির উদ্দিনের ছেলে আমির হোসেন, দক্ষিণ আমবাড়ি এলাকার আবু কালামের ছেলে আদম ইসলাম, পূর্ব আমবাড়ি এলাকার ফয়জুল ইসলামের ছেলে ফরিদ এবং গোমনাতি বাজারপাড়া এলাকার বুলবুল ইসলামের ছেলে আবু সাঈদ।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক গরুগুলোর ক্রয় রশিদ যাচাই করে অসংলগ্নতা পাওয়ায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫