Logo
×

Follow Us

জেলার খবর

মানিকগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ২০:০৭

মানিকগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃতরা। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর থানা পুলিশের চৌকস একটি টিম চুরি হওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধারসহ এ ঘটনায় জড়িত আব্বাস উদ্দিন ও জব্বার নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে।

আজ রবিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলনে ৩টি মোটরসাইকেলসহ ২ যুবককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ইমতিয়াজ মাহবুব। 

এসময় তিনি বলেন, গত ৩০ জুন রাতে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকার ভাড়া বাসার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। গত ৭ আগস্ট এ বিষয়ে মামলা হয়। সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকারের সার্বিক দিক নির্দেশনায়, এসআই মো. টুটুল উদ্দিনের নেতৃত্বে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুয়েল রানা স্বল্প সময়ের মধ্যে এই ক্লু-লেস মোটরসাইকেল চুরি মামলার মূল রহস্য উদঘাটন করেন।

মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার মাগুরা জেলার মোহাম্মদপুর থানার নাজমুল হোসেন মুন্নার তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫