Logo
×

Follow Us

জেলার খবর

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১১:২৩

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বরিশাল জেলার ম্যাপ।

বরিশালের বানারীপাড়া উপজেলায় পরকীয়া সন্দেহে স্ত্রী তারিমা খানমকে (২৬) পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুস সালাম হাওলাদারকে (৪০) আটক করেছে পুলিশ। আটক সালাম পেশায় একজন ভ্যানচালক। সালাম ও তারিমার দাম্পত্য জীবনে পাঁচ বছরের মেয়ে নুশরাত খানম ও তিন বছরের ওসমান নামের পুত্র সন্তান রয়েছে।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

গাভা ইউপি সদস্য মো. সালাম জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সালাম পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তারিমাকে ঘরের দরজা আটকানোর লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে আহতাবস্থায় তারিমাকে বাড়ির সামনে খালে চুবিয়ে হত্যা করে।

এ সময় স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিমার লাশ উদ্ধার করে এবং তার স্বামী সালামকে আটক করে।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন বলেন, গাভা গ্রামের ভ্যানচালক আব্দুস সালাম পরকীয়া সন্দেহে স্ত্রী তরিমাকে পিটিয়ে ও খালের পানিতে চুবিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে তরিমার লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫