Logo
×

Follow Us

জেলার খবর

২ সেপ্টেম্বর পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১৮:৪৩

২ সেপ্টেম্বর পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন

মতবিনিময় সভা ও কর্মশালা। ছবি: প্রতিনিধি

আগামী ২ সেপ্টেম্বর পঞ্চগড়ে উদ্বোধন হতে যাচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। ‘উত্তরাঞ্চলের চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের’ সঙ্গে মতবিনিময় ও চা আইন-২০১৬ অবহিতকরণ বিষয়ক কর্মশালায় পঞ্চগড় জেলা প্রশাসক এ কথা বলেন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, আগামী ২ সেপ্টেম্বর দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ নিলাম কেন্দ্রের উদ্বোধন করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চগড়ে চা চাষ শুরু হয়। পরে উত্তরাঞ্চলের আরো কয়েকটি জেলায় চা চাষ সম্প্রসারিত হয়েছে। উৎপাদনের দিক দিয়ে দেশের দ্বিতীয় চা অঞ্চল পঞ্চগড়। গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটিকে বর্ণিল ও বর্ণাঢ্য করতে সভায় কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।

এখনো স্থান নির্ধারণ করা না হলেও নতুন অবস্থায় অনলাইনে কার্যক্রম পরিচালিত হবে বলে প্রাথমিকভাবে জানা যায়।

পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫