Logo
×

Follow Us

জেলার খবর

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে প্রাণ গেলো ভাই-বোনের

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১২:১৩

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে প্রাণ গেলো ভাই-বোনের

প্রতীকী ছবি।

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ফারজানা (১০) ও রহিম (৮) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত ফারজানা ও রহিম লাহারকান্দি গ্রামের বাইশমারা এলাকার আনোয়ার হোসেনের ছেলে-মেয়ে।

নিহতদের বাবা আনোয়ার জানায়, বিকেলে খেলার সময় সকলের অগোচরে অসাবধানতাবশত শিশু রহিম বাড়ির পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার বোন ফারজানাও পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫