Logo
×

Follow Us

জেলার খবর

গারো পাহাড়ের বন্যহাতি তাড়াতে জগ লাইট বিতরণ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ২০:১১

গারো পাহাড়ের বন্যহাতি তাড়াতে জগ লাইট বিতরণ

বন্যহাতির উপদ্রব থেকে রক্ষা পেতে জগ লাইট বিতরণ করা হচ্ছে। ছবি: শেরপুর প্রতিনিধি

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্যহাতির উপদ্রব থেকে রক্ষা পেতে বিনামূল্যে অর্ধশতাধিক জগ লাইট বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের নকশি এলাকার বনরাণী রিসোর্টে জেলা পরিষদের অর্থায়নে এসব বিতরণ করা হয়।

এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রীও তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের। 

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান, সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, ঝিনাইগাতী বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিন আরমান মাসুদ, কাংশা ইউপি সদস্য মো. মুসা মিয়া, রহমত আলী প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫