Logo
×

Follow Us

জেলার খবর

প্রবেশপত্র হারিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ২০:২৯

প্রবেশপত্র হারিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ছবি: সাম্প্রতিক দেশকাল

চট্টগ্রাম নগরের সদরঘাটে চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে রিমঝিম দাশগুপ্তা (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

গতকাল শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদরঘাটে পোস্ট অফিসে গলি এলাকায় এ ঘটনা ঘটে। রিমঝিম ওই এলাকার রাজীব দাশগুপ্তের মেয়ে। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

সদরঘাট থানার এসআই আকতার হোসাইন বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) তার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলে। সে বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। আজ রবিবার তার পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার আগেই তিনি আত্মহত্যা করেছেন। তার রুমে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে প্রবেশপত্র হারিয়ে পরীক্ষা দিতে না পারার কারণে সে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা জানায়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫