Logo
×

Follow Us

জেলার খবর

কুমিল্লায় জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ২০:৩৭

কুমিল্লায় জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত

কবি কাজী নজরুলের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত। ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুলের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার (২৭ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেতনায় নজরুল ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নজরুলভক্তরা। এরপর কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় কবির ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যখন মুক্তিযোদ্ধে যাই, কবি নজরুল ছিল প্রেরণা। আমাদের প্রেরণা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। কি অদ্ভুত মিল এই আগস্ট মাসেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আগস্ট মাসেই নজরুল তার জীবন ত্যাগ করেন। কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবসন্তান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব। কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল, বঙ্গবন্ধুর জন্ম না হলে আর ভাঙ্গার সুযোগ ছিল না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া। অতিথি ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ড. আসাদুজ্জামান, নজরুল গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, জেলা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অশোক বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন ও ধ্বনি আবৃত্তি স্কুলের প্রধান শিক্ষক মাহাতাব সোহেল। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫