Logo
×

Follow Us

জেলার খবর

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ক্যামেরাম্যানের মৃত্যু

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ২০:৪৬

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ক্যামেরাম্যানের মৃত্যু

মো. জাহেদ হোসেন রুবেল। ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার এক বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাহেদ হোসেন রুবেল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দোহাজারী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড রায়জোয়ারা ছালে আহমদ খলিফা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. জাহেদ হোসেন রুবেল সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া এলাকার বাচা মিয়ার পুত্র। তিনি চন্দনাইশস্থ গাউছিয়া পুষ্পবিতান নামে একটি ভিডিওর দোকানে ক্যামেরাম্যানের কাজ করতেন। 

স্থানীয় কাউন্সিলর মো. আলমগীর জানান, রবিবার রাতে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। 

দোহাজারী হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মো. সাইফুল্লাহ চৌধুরী বলেন, রাত ২টা ৫০ মিনিটের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবককে আনা হয়। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

জানতে চাইলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫