Logo
×

Follow Us

জেলার খবর

চট্টগ্রামে জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী গ্রেপ্তার

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ২০:০৭

চট্টগ্রামে জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী গ্রেপ্তার

জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) পাঁচলাইশ থানাধীন বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির বাসা থেকে নগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, নাশকতার ৩৯টি মামলায় অভিযুক্ত জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী। 

পুলিশে জানিয়েছে, গত ২৩ আগস্ট বন্দর এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলাসহ বাকলিয়া থানার ২০২২ সালের একটি মামলার পলাতক আসামি। এছাড়া তার নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় প্রায় ৩৯ এর অধিক নাশকতার মামলা রয়েছে। গত ২৮ জুলাই ডবলমুরিং এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আলী হোসেন জানান, হেলালী চট্টগ্রাম মহানগর জামায়াতের সক্রিয় নেতা এবং তার নেতৃত্বেই মহানগর এলাকায় জামায়াতের সব মিছিল মিটিং পরিচালিত হয়ে আসছিল। তিনি দীর্ঘদিন মহানগর ডিবি-বন্দর ও পশ্চিমের নজরদারিতে ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫