Logo
×

Follow Us

জেলার খবর

বকশীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৬

বকশীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে গোসল করতে নেমে মাহিন হাসান (১০) ও সাইয়ুম হোসেন (৮) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর (তালুকপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মাহিন তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং নিহত সাইয়ুম একইবাড়ির খোকা মিয়ার ছেলে। পরস্পর তারা চাচাতো ভাই ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মাহিন ও সাইয়ুম বিকেল ৫টার দিকে বাড়ির কাছে একটি পুকুরে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে তারা উভয়ই পানিতে ডুবে যান। অনেকক্ষণ পরিবারের লোকজন তাদের সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। সন্ধ্যার আগে তাদের মৃতদেহ পানিতে ভেসে ওঠে।

নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ছাত্তার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে বলেন, মৃত শিশু দুইজন আপন দুই ভাইয়ের ছেলে। পানিতে ডুবে তাদের মৃত্যুতে এলাকায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫