Logo
×

Follow Us

জেলার খবর

মেহেরপুরে অগ্রণী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৯

মেহেরপুরে অগ্রণী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

অগ্রণী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠান

ব্যাংকিং সেবা আরো সম্প্রসারিত করার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অগ্রণী ব্যাংকের কোমরপুর শাখা নামে ব্যাংকের ৯৭২তম নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখাটি উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। 

অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, পিপিএম-সেবা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গ্রাহকরা উপস্থিত ছিলেন।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী তার বক্তব্যে কোমরপুরে নতুন শাখা স্থাপন করায় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।-বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫