Logo
×

Follow Us

জেলার খবর

ইয়াবা সেবনের দায়ে ২ তরুণের কারাদণ্ড

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৯

ইয়াবা সেবনের দায়ে ২ তরুণের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত দুইজন মাদক সেবনকারী। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ২ তরুণকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাদেরকে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।   

দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মো. বাবুলের ছেলে আবুল হোসেন খোকন (২০) একই ওয়ার্ডের কাঠপট্রি এলাকার মৃত আহসান উল্যার ছেলে আবদুর রহমান বাবু (২৩)। 

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়োজিদ বিন আখন্দয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালের দিকে নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঠপট্রি এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবন করার সময় দুই যুবককে আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে ও দুই তরুণকে পাঁচশ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫