Logo
×

Follow Us

জেলার খবর

কসবায় ইউপি চেয়ারম্যানের পক্ষে মানবন্ধন

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৪

কসবায় ইউপি চেয়ারম্যানের পক্ষে মানবন্ধন

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে মেহারী ইউনিয়নবাসী। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মোর্শেদের বিরুদ্ধে নির্বাচনী প্রতিপক্ষদের পরিকল্পিত সকল মিথ্যা অপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হাজারও মানুষ অংশগ্রহণে মানববন্ধনে প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মেহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সামসুল হক, সাবেক ইউপি সদস্য মানু মিয়া, আল হেলাল ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইকবাল খান, অনন্ত সুমন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মেহারী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম শামমীমের নেতৃত্বে একটি কুচক্রী মহল চেয়ারম্যানের উন্নয়ন কর্মকাণ্ড দেখে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে দুনীতির অভিযোগ এনে মিথ্যা অপ্রচার চালাচ্ছে। তারা মানহানি করার জন্য উঠে পড়ে লেগেছে। এসব ঘটনায় মেহারী ইউনিয়নবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই মহলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।

মানববন্ধন শেষে প্রতিবাদ জানিয়ে বের করা বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে।

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনে ঝাড়ু মিছিল করে কয়েকশ লোক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫