Logo
×

Follow Us

জেলার খবর

জয়পুরহাটে গাড়ি উল্টে ১৫ শিক্ষার্থী আহত

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮

জয়পুরহাটে গাড়ি উল্টে ১৫ শিক্ষার্থী আহত

শিক্ষার্থী নিয়ে উল্টে যাওয়া গাড়ি। ছবি: জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ফুটবল খেলায় অংশ নিতে যাওয়ার পথে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি উল্টে একটি বালিকা বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের সবাইকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর মোড় এলাকায় আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে ছুটে যান। তিনি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নির্দেশ দেন।

আহত শিক্ষার্থীরা হলেন- রিনা রানী পাহান, স্বর্ণা পাহান, রুপালী পাহান, আয়শা সিদ্দিক, জুঁই পাহান, রাজিয়া সুলতানা, লতা পারভিন, শাফিমণি, সুমাইয়া শিমু, ঋতু খাতুন, সুর্বণা পারভিন, সাদিকা সুলতানা, নিপা পাহান,  এদের মধ্যে রিনা রানী পাহান, স্বর্ণা পাহান ও রুপালী পাহানের হাত-পা ভটভটি ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে। আহতরা সবাই তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে আসার পথে উপজেলার শ্রীরামপুর মোড়ে এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫