
প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়ায় বিথী বেগম (২৭) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের সুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিথী বেগম ওই গ্রামের আব্দুল হালিমের দ্বিতীয় স্ত্রী ও একই গ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কিছুই বলা যাচ্ছে না। তবে এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামীসহ পুরো পরিবার পলাতক রয়েছে।
এ ঘটনায় গৃহবধূর পরিবারে পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।