Logo
×

Follow Us

জেলার খবর

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০১

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

নড়াইল সদর হাসপাতাল। ছবি: নড়াইল প্রতিনিধি

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মলিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মলিনা লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের দরিমিঠাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টায় ডেঙ্গু জ্বর নিয়ে মলিনা ভর্তি হন। হাসপাতালে ভর্তির এক ঘণ্টার পর মারা যান তিনি।

সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, এ মওসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ জেলায় ৯৭৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে সদর হাসপাতালে আটজন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ভর্তি আছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫