বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে রহমতপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সংলগ্ন মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত রেদওয়ান (১৮) গোপালগঞ্জ জেলার মোকছেদপুর এলাকার বাসিন্দা ও বরিশাল-মাওয়া রুটের বিএমএফ পরিবহনের হেলপার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, বিএমএফ পরিবহন কোম্পানির বাসটি যাত্রী নিয়ে মাওয়া থেকে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার পল্লীবিদ্যুৎ সমিতি-২ সংলগ্ন সড়ক দ্রুত গতিতে অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে হেলপার রেদওয়ান নিহত হন। তাছাড়া ১০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।