Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫২

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটসের শিক্ষার্থীরা স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায়  পায়রা চত্বর থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে । এরপর শহরের মুজিব চত্বর ঘুরে আবারও একই স্থানে এসে সমাবেশে করে। এ সময় তারা বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড বহন করে।

শিক্ষার্থী খাইরুল সরদার, রুবাইয়া নাজনীন রিপা ও সুইটি খাতুন বলেন, স্বাস্থ্য খাতে আজও বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮)। ওই পরিকল্পনা অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান বাস্তবায়ন হচ্ছে না। দেশে অন্য সব ডিপ্লোমা সেক্টরের প্রার্থীদের সরকারি চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের বিগত এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশের সব সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫