Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৪

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পাহাড়ি জনপদ বিডিআর আবুর ছনখোলা এলাকায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম আবদুর রহমান (৪০)। তিনি টৈটং ইউনিয়নের কেরনছড়ি এলাকার শাহ আলমের ছেলে। আবদুর রহমান বাকপ্রতিবন্ধী ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, আবদুর রহমান বাকপ্রতিবন্ধী হলেও লাকড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবারও গহীন পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্যহাতির কবলে পড়েন তিনি। এসময় বন্যহাতি আছাড় দিয়ে তাকে হত্যা করে।

বনকর্মকর্তা জমির উদ্দিন বলেন, বিকেল তিনটার দিকে আবদুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫