Logo
×

Follow Us

জেলার খবর

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:০০

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার কাজে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়কে ওঠার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সফিউল আলম (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

নিহত সফিউল বোদা পৌর এলাকার পশ্চিম সাতখামার গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার বোদা উপজেলার সদরের পঞ্চগড়–ঢাকা মহাসড়কের মুনস্টার হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজের ভ্যান নিয়ে মুনস্টার হোটেলের সামনে থেমে মহাসড়কে উঠছিলেন সফিউল। এসময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর ট্রাকটিকে স্থানীয়দের সহায়তায় আটক করা হলেও চালক পালিয়ে যান। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫