Logo
×

Follow Us

জেলার খবর

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১৬:৫২

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

আজ রবিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশার ধাক্কায় তিনি মারা যান।

নিহত রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল-আমিনের স্ত্রী। তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শিক্ষিকা রিক্তা স্কুল থেকে তার ৪ মাসের শিশু সন্তানকে দুধ পান কারানোর জন্য অটোরিকশাযোগে নিজবাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি এলে অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে অন্য একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫